মো: আতাউর রহমান মিয়া:
হাটহাজারী পৌরসভা সদরে ভূমি অফিস সংলগ্ন বড় মাদরাসার সামনে নির্মিত” ভূ-গর্ভস্থ ডাস্টবিন ” প্রকল্পটির ৬০% সমাপ্ত ,অবশিষ্ট ৪০% কাজ শেষ হলে বাসাবাড়ির আবর্জনা রাস্তায় ফেলার সুযোগ পেত না ।
কাচড়া-আবর্জনা ডাস্টবিনে ফেলতে না পারলেও আগে ৪টি কক্ষই কষ্ট করে হলেও দেখা গিয়েছে কিন্তু এখন আর তা দেখা যাচ্ছেনা কারন সেগুলো বাঁশের নিচেয় ঢাকা পড়ে গিয়েছে ।
বাস্তবায়িত ও চলমান প্রকল্পে দেখা যায় ৪,৯৪,৭৮৮ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি কারো কোনো কাজে আসছেনা , পথচারীদের চলার পথে রাস্তার উপরেই / পাশেই ফেলা হচ্ছে রান্না ঘরের কাচড়া-আবর্জনা অথচ পাশেই অকেজ অবস্থায় পড়ে আছে সেই ভূ-গর্ভস্থ ডাস্টবিনটা ।