হাটহাজারী নিউজ ডেস্কঃ
মিয়ানমারে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের দায়ে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ৪ বছর জেল হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়া এবং করোনা মধ্যে বিধি ভাঙার মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রয়টার্স বলছে, আইন লঙ্ঘন করে হ্যান্ডহেল্ড রেডিও রাখার দায়ে দুই বছর এবং সিগন্যাল জ্যামার সেট রাখার দায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে।
প্রসঙ্গত, মিয়ানমারে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের।
তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে। সবগুলো মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন সু চি।(নিউজ সংগৃহীত)