নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে ২০০ ঘনফুট বিবিধ চিড়াইকাঠ বোঝাই ১টি জীপগাড়ী (চ:মে:গ-১৩৮৬) আটক করা হয়। এ সময় গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) রাত ২টার সময় কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম বলেন, হাটহাজারী উপজেলার চারিয়া নামক স্থানে সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় সঙ্গীয় স্টেশন কর্মকর্তা,হাটহাজারী বিট কাম চেক স্টেশন,বিট কর্মকর্তা,সর্তা বিট,বিট কর্মকর্তা মন্দকীনি বিটসহ সংশ্লিষ্ট স্টাফ এর সহযোগীতায় রাত ভর অভিযান পরিচালনা করা হয়। টহলের এক পর্যায় ২০০ ঘনফুট বিবিধ চিড়াইকাঠ বোঝাই ১টি জীপগাড়ী (চ:মে:গ-১৩৮৬) সংকেত দিয়ে থামানো হলে গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। আশপাশ এলাকা তল্লাসী করিয়া বনজদ্রব্যের কোন দাবিদার না পাওয়ায় এবং বিবিধ জ্বালানী কাঠের স্বপক্ষে বৈধ কোন কাগজ না পাওয়ায় গাড়িটি জব্দ করা হয় এবং রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয় এবং এ ব্যাপারে যথা সময়ে বন মামলা দায়ের করা হয়েছে ।