নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে আকাশমনি গাছ কেটে পাচার করার সময় জীপগাড়ীসহ (ঢা:মে:গ-০৬-০০৩৮) ৪ জনকে আটক করে বনবিভাগ।
শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে ১৩২.০ ঘনফুট আকাশমনি কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মো:মোস্তফা আল হোসাইন,সহকারী বন সংরক্ষক,রেঞ্জ কর্মকর্তা, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় মো: ফজলুল কাদের চৌধুরী,সহযোগী রেঞ্জ কর্মকর্তা,হাটহাজারী রেঞ্জ, ডিপো কর্মকর্তা,নাজিরহাট ডিপো, বিট কর্মকর্তা,সর্তা বিট, বিট কর্মকর্তা,মন্দাকিনী বিট, বিট কর্মকর্তা শোভনছড়ি বিট ও সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে সাড়াঁশি অভিযান চালিয়ে আকাশমনি গাছ কাটার সময় এবং পরিবহনের উদ্যোশে জীপগাড়ী নং-ঢা:মে:গ-০৬-০০৩৮ বোঝাই অবস্থায় চার(০৪)জন অাসামী হাতে নাতে ধৃত করা হয় এবং ঘটনাস্থল হইতে সদ্য কর্তিত ১৩২.০ ঘনফুট আকাশমনি জ্বালানীকাঠ,ছেও করাত ২ টি,কুড়াল ১টি জব্দ করা হয়। এ ব্যাপারে পি,ও,আর বন মামলা দাখিল পূর্বক ধৃত আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং জীপগাড়ীসহ জব্দকৃত মালামাল নাজিরহাট ডিপো হেফাজতে রাখা হয় ।।