নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাজারে মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় এবং মাছের দোকানে মুল্য তালিকা না থাকায় জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু রায়হান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, দোকানদার ও বাজার সমিতির নেতৃবৃন্দ, মডেল থানার পুলিশ সদস্যগণ এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তাগণ।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ আবু রায়হান বলেন, পৌর সদরের বাজারে আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ আইন ২০১৯ অনুযায়ী ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২টি মাছের দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।