নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
হাটহাজারীতে পাহাড়ি মাটি কেটে পাচার করার সময় ডাম্পার গাড়ীসহ আটক ১

হাটহাজারীতে পাহাড়ি মাটি কেটে পাচার করার সময় ডাম্পার গাড়ীসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বিটের রায়পুর মৌজার ভগবানের টেক এলাকার রক্ষিত পাহাড়ী বনের মাটি কেটে পাচার করার সময় মাটি ভর্তি ডাম্পার(ফেনী ড-১১:০৮০৫) গাড়িসহ হাতেনাতে একজন আসামীকে আটক করে বনবিভাগ।

রবিবার(৪ ডিসেম্বর)  সন্ধ্যা ৬টা সময় দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হাটহাজারী নিউজ

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:ফজলুল কাদের চৌধুরী বলেন, আমাদের রেঞ্জাধীন সর্তা বিটের রায়পুর মৌজার ভগবানের টেক এলাকার রক্ষিত বনে পাহাড়ের মাটি কেটে ডাম্পার গাড়ী (ফেনী-ড-১১:০৮০৫) ভর্তি করার সময় মাটি বোঝাই ডাম্পার গাড়িসহ হাতে নাতে একজন আসামী ধৃত করা হয়। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে। আসামী কোর্ট এ সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলা দাখিল করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com