নিজস্ব প্রতিবেদক:
মাদকের মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও মাদকের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ পশ্চিম চন্দ্রপুর জমিরের বস্তির পেশাদার আসামী রাশেদা বেগম (৪০)।
সোমবার (১২ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ পশ্চিম চন্দ্রপুর জমিরের বস্তির মফিজের চা দোকান সংলগ্ন উত্তর পাশে আসামী রাশেদা বেগমের বসতঘরের দরজার সামনে থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ও ৭টি মামলার আসামী মোছাঃ রাশেদা বেগম (৪০), পিতা-মৃত নুর ইসলাম প্রঃ নুরুল ইসলাম, স্বামী-মৃত নুরুল আবছার প্রঃ হাতকাটা আবছার, স্থায়ী সাং-মাটিয়া মসজিদ, দুলা মিয়ার বাড়ী, ৮নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, থানা-হাটহাজারী জেলা-চট্টগ্রাম বর্তমানে চন্দ্রপুর, জমিরের ভাড়া ঘর, ৭নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, থানা-হাটহাজারী।
এ সময় রাশেদার কাছে থেকে ৩৯৫ পুরিয়া গাঁজা, যার ওজন অনুমান ১ কেজি ১০০ গ্রাম এবং ৩৭০ গ্রাম গাঁজা, ২০ পিছ ইয়াবাসহ যার মূল্য ৫২৭০০ টাকা এবং নগদ ১৯১০টাকা সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে হাটহাজারী মডেল থানার মামলা নং-২০, তারিখ-১২/০৬/২০২৩ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, সিডিএম পর্যালোচনায় তার বিরুদ্ধে ১। হাটহাজারী থানার মামলা নং-১০, তারিখ- ০৭/০২/২০২৩ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ইং
২। হাটহাজারী থানার মামলা নং-২৭, তারিখ- ১৭/০৯/২০২২ইং ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,
৩। হাটহাজারী থানার মামলা নং-১৪, তারিখ- ১৬/০৪/২০২২ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪। হাটহাজারী থানার মামলা নং-১৮, তারিখ- ১৬/০২/২০২২ইং তারিখ- ১৬/০১/২০২২ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৫। হাটহাজারী থানার মামলা নং-৩, তারিখ- ০৫/০৬/২০১৭ইং ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,
৬। হাটহাজারী থানার মামলা নং-১৫, তারিখ- ০৬/০৫/২০১৭ইং ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,
৭। হাটহাজারী থানার মামলা নং-৩৩ তারিখ- ১১/০৬/২০২১ইং ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা সমুহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে মর্মে স্বীকার করে।