নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালের দিকে মির্জারপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুলের সামনে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজিতে থাকা ঝিনু আক্তার(২২)ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় নিহত ঝিনু আক্তারের ২ সন্তানসহ আহত হয়েছেন আরও ৪জন। পরে স্থানীয়র গুরুতর আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এদিকে একইদিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নজুমিয়াহাট এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার চালক আসিফ (১৯)নামের এক যুবক নিহত হয়।
অপরদিকে একইদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলা পরিষদের সামান্য পূর্বে হাটহাজারী রাঙ্গামাটি মহাসড়কস্থ ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টার সংলগ্ন নাপিতের ঘাটা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিন(১৪)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাহিন ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের সফর আলী গোমাস্তার বাড়ির জহির মিয়ার পুত্র বলে জানা গেছে। সে মোটরসাইকেল যোগে তার মামার সাথে নিজ বাড়ি ফটিকছড়ি দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে আসলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
হাটহাজারী মডেল থানার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।