নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর সন্ধীপ পাড়ার নোয়া মিয়া সর্দারের বাড়ী হইতে একটি ইন্দো-চীনা দাঁড়াশ সাপ(Indo- Chinese Rat Sanake,Ptyas Korros)উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াই টার দিকে এ সাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, সাপটি দেখে বাড়ীর লোকজন আতঙ্কে আমাকে জানালে সঙ্গীয় স্টাফ ও SRT’BD এর সহযোগীতায় সাপ’টি উদ্ধার করে অফিস হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে বিকাল ৫টার সময় সাপ’টি হাটহাজারী বন বিটে অবমুক্ত করা হয়েছে ।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, সাপসহ বিভিন্ন বন্যপ্রানী উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করে বলেন বন্যপ্রানী বনের প্রান, এদের সংরক্ষণে বনবিভাগের পাশাপাশি জনসাধারনেরও এগিয়ে আসতে হবে ।