নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের হযরত আকবর শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী হাজী মো. ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাউজিউন)। গত মঙ্গলবার (১১ জানুয়ারী) নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় হযরত আকবর শাহ (রহঃ) জামে মসজিদ মাঠ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, হাজী মো. ইসহাক এর মৃত্যুকে কেন্দ্র করে আকবর শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন, খতমে তাহলীলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাজী মো. ইসহাক এর ইন্তেকালের পর থেকেই শুরু হওয়া এ খতমে কোরআন চলবে ৪০দিন পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার চৌধুরী, মো. আবদুল আমিন, আলহাজ্ব মো. জসীম উদ্দীন, মো. আবু হানিফ, মাওলানা মো. নুরুল আমীন ওসমানী, মাওলানা মো. ইব্রাহীম, বিভিন্ন রাজনীতিবিদ, সমাজসেবকসহ এলাকার শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
হাজী মো. ইসহাক এর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।