নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমা নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২৩মে) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাজীরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
লিমা ঐ গ্রামের আমির হোসেন মেম্বার বাড়ীর ওমান প্রবাসী হাবিবুর রহমান এর স্ত্রী। তাদের ঘরে ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে।ফটিকছড়ি থানার এসআই ইমাম হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। থানায় অভিযোগ হয়েছে।
বিজ্ঞাপন
তানজিদা নাসরিন লিমা’র পিতা বলেন, ‘আমার মেয়েকে যৌতুক এর জন্য বিয়ের পর থেকে শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করছে স্বামী সহ তার পরিবারের সদস্যরা। শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
বিজ্ঞাপন
নিহতের স্বামী হাবিব বলেন, ‘রাতে সে আমার সাথে এক রুমে ছিলোনা। আমার মেয়ের ডাকে ঘুম ভাঙ্গলে অন্য কক্ষে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পায়।