নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রাইভেটকারে মিললো ২৯০ বোতল ফেনসিডিল, আটক ৩

প্রাইভেটকারে মিললো ২৯০ বোতল ফেনসিডিল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়ক অভিযান ২৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৭।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের কে আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি মটর সাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব-৭, এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর সকাল ৮টা র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়ক এর পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এ সময় একটি একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- আইয়ুব, ২। মোঃ হাসান (২০), পিতা- মোঃ মাদু, উভয় সাং- কালিকাপুর ৩। সাহাবুদ্দিন (৪২), পিতা- হয রহমান, মাতা- সালেহা বেগম, সাং- নোয়াপুর, সর্ব থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়া মতে উক্ত প্রাইভেটকার এর পিছনে মালামাল বহন করার জায়গায় ২টি ব্যাগের ভিতর হতে মোট ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com