নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
পুর্ব শত্রুতার জেরে রেলওয়ে কর্মচারী খুন: দীর্ঘ ১৯ বছর পরে পলাতক আসামি ধরলেন র্যাব!

পুর্ব শত্রুতার জেরে রেলওয়ে কর্মচারী খুন: দীর্ঘ ১৯ বছর পরে পলাতক আসামি ধরলেন র্যাব!

নিজস্ব প্রতিবেদক:

পুর্ব শত্রুতার জেরে খুলশী থানাধীন আমবাগান এলাকায় রেলওয়ে কলনীতে শফি উদ্দিন আহমেদ নামে এক কর্মচারী খুনের মামলায় দীর্ঘ ১৯ বছর পরে পলাতক থাকা আসামি মাজহারুল ইসলাম ফরহাদকে আটক করে পুলিশ।

গত রবিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, নিহত ভিকটিম শফিউদ্দিন আহমদ বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। গত ১৪ জুন ২০০৩ সালে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় রেলওয়ে কলনীতে নিহত ভিকটিমের বসতঘরে পূর্বশতত্রুতার জেরে আসামী মাজহারুল ইসলাস ফরহাদ এবং কতিপয় দুস্কৃতিকারী লাঠি এবং ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি এবং শরীরের বিভিন্ন জায়গায় নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত করে পলিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাজহারুল ইসলাস ফরহাদ এবং আরও ৭/৮ জনকে আসামী করে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৭(০৬)০৩। জিআর ৪৭১/০৩ তারিখ ১৭ জুন ২০০৩ ধারা-১৪৯/৪৪৮/১০২(খ)/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩)’কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। মামলা দায়েরের পর হতে বর্ণিত হত্যাকান্ডের এজাহার নামীয় আসামী মাজহারুল ইসলাস ফরহাদ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত আসামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমকাগান এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ মে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩), পিতা- মোঃ মফিজ মিয়া, সাং- পূর্ব এওজ বালিয়া, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com