নিজস্ব প্রতিবেদক:
এবার এসএসসি পরীক্ষায় হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছেন ৭ জন। এটাই স্কুলের এই প্রথম রেকর্ড দাবি শিক্ষকদের।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হয়।
এরপর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩।
এবার এসএসসি পরীক্ষায় পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করেন ৮৬ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেন ৭২ জন। এ নিয়ে পাশের হার ৮৩.৭২।