নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
নিত্য পণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ!

নিত্য পণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ!

মোঃ আরফাতুল ইসলামঃ

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া পুরানো রেওয়াজে পরিণত হলেও এবার কিন্তু রোজায় নিত্য প্রয়োজনীয় লেবু, শসা ও কলা এ তিন পণ্যের মূল্যে যেন আগুন ধরেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব পণ্যে হাত দেয়া যাচ্ছে না নিম্নমধ্যবিত্ত সাধারণ ক্রেতাদের। রোজার দুদিন পূর্বেও এসব পণ্যের বাজার মূল্য স্বাভাবিক থাকলেও রোজার শুরুতেই ইফতার তৈরির এ উপাদান গুলোর দাম বেড়েছে কয়েক গুণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও ইফতারির প্রধান উপকরণ বেগুন ও ধনেপাতার দামও বেড়েছে অস্বাভাবিক। বিশেষ করে রীতিমতো অতীতের রেকর্ড ভঙ্গ করেছে কলা শসা ও লেবু’র দাম।

বিজ্ঞাপন

গেল বৃহঃস্পতিবার (৭ এপ্রিল) হাটহাজারী বাজার,বাসস্ট্যান্ড বাজার ঘুরে দেখা গেছে, রোজার দু’দিন আগেও যে লেবু প্রতি হালি বিক্রি করা হতো ২০ থেকে ৩০ টাকায়, এখন সে লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফলে ইফতারিতে লেবুর শরবত যেন অলীক বস্তুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে লেবুর সাথে পাল্লা দিয়ে শুঁ-শুঁ করে দাম বেড়েছে শসা, ধনেপাতা ও কলার। এর সবই ইফতারি তৈরির উপাদান।

উপজেলার চৌধুরীহাট,আমানবাজার,বাসস্যান্ড বাজার,কাঁচা বাজার, ইছাপুর বাজার, সরকারহাট বাজারসহ, কাটিরহাট কাঁচাবাজারে পর্যবেক্ষণ দেখা যায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। অথচ রোজার দুদিন আগেও এ শসা বিক্রি হয়েছে কেজিতে ৫০ টাকায়। গেল সপ্তাহে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ধনেপাতার দাম বেড়ে গিয়ে দাড়াল ২০০-২৩০টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে রোজার আগের দিন থেকেই কলার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিবছর রমজান এলে কলার বাড়তি চাহিদা তৈরি হয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলার প্রচুর যোগান থাকলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী এই রমজানকে পুঁজি করে কলার দাম বাড়িয়ে দেয় হুট করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানের আগের দিনই মহেশখালীতে কলার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ তিনগুণ। এক সপ্তাহ আগেও কলা বিক্রি হয়েছে প্রতি হালি ১৬ থেকে ২০ টাকা, অথচ প্রথম দিন থেকে এক লাফেই কলার দাম হালি (মাঝামাঝি আকৃতির) প্রতি ১৫ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকায়। প্রতিটি কলা ১০থেকে ১২টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। চড়া দামের জন্য দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের নাগালের বাইরে চলে গেছে কলা।

বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও বাজারে কলার সরবরাহ পর্যাপ্ত ছিল। দাম বাড়ানোর উদ্দেশ্যেই কৃত্রিম সংকট তৈরি করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

বিজ্ঞাপন

হাটহাজারী কাঁচা বাজারের সবজি বিক্রেতা ইকবাল হোসেন বলেন, বাজারে লেবু ও শসার সরবরাহ কম। এদিকে রোজার আগে এই দুই পণ্যের চাহিদা অনেক বেড়ে গেছে। যার ফলে দামও বেড়েছে। তিনি বলেন করোনাকালেও লেবুর দাম এভাবে অস্বাভাবিক বৃদ্ধি পায়নি।

বিজ্ঞাপন

এদিকে রমজানে এতো বেশি দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি, রামজান মাসজুড়ে প্রশাসন কতৃক বাজার মনিটরিং ও মূল্য তালিকা নির্ধারণ করে না দিলে আরও বেপরোয়া হতে পারে অসাধু ব্যবসায়িরা। তাই নিয়মিত বাজার মনিটরিং ও দোকানিদের মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com