হাটহাজারী নিউজ ডেস্ক:
দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।
মঙ্গলবার (১২ জুলাই) একটি সামরিক বিমানে করে তিনি মালদ্বীপ পৌঁছান।
শ্রীলঙ্কার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে জানানো হয়, ৭৩ বছর বয়সী গোটাবাইয়ার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও এক দেহরক্ষী। মোট চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গোটাবাইয়া। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টাও করেন তিনি।
শুধু গোটাবাইয়া নয়, মঙ্গলবার বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে তার ভাই দেশটির সাবেক অর্থমন্ত্রীর বাসিল রাজাপাকসেকেও।
তিনিও আরব আমিরাত যাওয়ার চেষ্টা করেছিলেন। দুবাইয়ের উদ্দেশে একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের কর্মীরা তাকে বাধা দেন।
যে কারণে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি।
এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বুধবার শ্রীলঙ্কার বিমান বাহিনী গোটাবাইয়াকে মালদ্বীপে পৌঁছে দেয়ার কথা নিশ্চিত করেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনেই প্রেসিডেন্টকে নিরাপদে দেশ ত্যাগে সাহায্য করা হয় বলে জানিয়েছে বিমান বাহিনী।
বুধবার একদম ভোরবেলা তাদেরকে মালদ্বীপে নিয়ে যাওয়া হয়।
শ্রীলঙ্কার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায় না। দেশ ত্যাগ করলেও গোটাবাইয়া এখনও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং দেশটির সামরিক বাহিনীর কম্যান্ডার ইন চিফ। শ্রীলঙ্কার সংবিধানেই তাকে এই ক্ষমতা দেয়া হয়েছে।