নিজস্ব প্রতিবেদক:
নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২টি ধারালো ছুরিসহ মোঃ হোসেন, মোঃ ইলিয়াস ও মোঃ মানিককে আটক করে পুলিশ।
গত বুধবার (১৪ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা বলেন, নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হোসেন, মোঃ ইলিয়াস ও মোঃ মানিককে আটক করেন।
প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে জানা যায়।