নিজস্ব প্রতিবেদকঃ
স্কুলে যাওয়ার সময় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বুধবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার সদর উপজেলায় বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার। তাদের বয়স ১১-১২ বছরের মধ্যে হবে। তাদের বাড়ি বিজয়পুর এলাকায় এবং তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিমউদ্দীন খন্দকার জানান, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।ওসি আরও বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জসিম উদ্দিন বলেন, “আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”