নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশ করে ৭টি প্রাইভেট কারসহ অজ্ঞাতনামা ২/৩ টি প্রাইভেট কারে চালক ও তাদের সহযোগী পরষ্পর যোগসাজসে রেসিংয়ের দায়ে দুই জনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় ৫টি প্রাইভেটকার জব্দ করা হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান,গত ২৯ অক্টোবর রাত অনুমান ১১টা থেকে দিবাগত রাত অনুমান ১২টা ৩০ মিনিটের মধ্যেবর্তী সময় ঘটনাস্থল ক্রসিং এলাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশ করে ৭টি প্রাইভেট কারসহ অজ্ঞাতনামা ২/৩ টি প্রাইভেট কারে চালক ও তাদের সহযোগী পরষ্পর যোগসাজসে বিভিন্ন স্থানে টানেল কর্তৃপক্ষের সাটানো সাইনবোর্ডের সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে গাড়ী গুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তীতে মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার, সিসিসিসি ও এন্ড এম সাইট অফিস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ঘটনার বিষয়ে এজাহার দায়ের করলে সিএমপি কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
তিনি আরও বলেন, এ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আশারাফুল হক ও মোঃ এমরান উদ্দিনকে আটক করেন।