নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর ৫০ বছর পূর্তি গোল্ডেন জুবিলী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১:০০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, উক্ত অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।