নিজস্ব প্রতিবেদক:
গত ২১ মে আন্তর্জাতিক সাংস্কৃতিক বৈচিত্র দিবস উদযাপিত হয়। খেলাধুলা সংস্কৃতির অন্যতম উপাদান।এ উপলক্ষে চবি রসায়ন বিভাগ আন্তঃবর্ষ কেমিস্ট্রি প্রিমিয়ার লীগ ১ জুন ২০২২ থেকে আয়োজন করেছে।
উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১৩ জুন ২০২২ চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ২০১৮-২০১৯ সেসনের ত্রিফয়েল দল ২০১৯-২০২০ সেসনের রোডামাইন ডেঞ্জার দলকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। খেলায় মাহদি হাসান মাহমুদ ম্যান অব দ্যা ম্যাচ এবং আবদুল্লাহ আল আহাদ ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হবার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশিস পালিত, উক্ত বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন ও প্রভাষক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. ফণী ভূষণ বিশ্বাস।
উপ-উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী অন্যান্য দলকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়; অংশগ্রহণই হলো বড় কথা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। মাননীয় উপ-উপাচার্য সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধুলা চর্চা অব্যাহত রাখার আহবান জানান।