নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এবার মসলা ও হলুদ-মরিচের গুঁড়ায় ভেজাল রং মিশ্রণকারীকে ধরলো র্যাব 

এবার মসলা ও হলুদ-মরিচের গুঁড়ায় ভেজাল রং মিশ্রণকারীকে ধরলো র্যাব 

নিজস্ব প্রতিবেদক:

ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় ১টি মসলা ভাঙ্গানো মিলে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক রঙ, চাল, ধানের কুড়া দিয়ে ভেজাল মশলা তৈরী করে বাজারজাত করার অপরাধে হারুন বাদশা (৩৫) নামে একজন ভেজাল ব্যবসায়ীকে আটক র্যাব ৭।

ভেজাল রং মিশ্রিত মসলা

শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় ০১টি মসলা ভাঙ্গানো মিলে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক রঙ, চাল, ধানের কুড়া দিয়ে ভেজাল মশলা তৈরী করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হারুন @বাদশা (৩৫), পিতা- মৃত মকবুল আহমেদ, সাং- চবরপুর, থানা- সোনাগাজী, জেলা-ফেনী’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে উক্ত মসলার মিল ঘরের ভিতর হইতে ৩০টি প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে ১,২৭৯ কেজি ভেজাল রং মিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ভেজাল মসলা এর আনুমানিক মূল্য ৩,৫০,০০০ টাকা।

ধৃত আসামী মোঃ হারুন @বাদশা’কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সাথে, খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে এবং এই সব ভেজাল মশলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com