নিজস্ব প্রতিবেদক:
এবার কৃষকের ধান কেটে দিয়েছেন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জয়নুল আবেদীন।
শনিবার (৬ মে) সকালে ফতেপুর ইউনিয়নে ভবানীপুর মধুরঘোনায় প্রায় ৮৪ কানি জমির ধান কাটার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রকল্পের সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন, উক্ত প্রকল্পের সকল সদস্যাবৃন্দ, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিব উল্লাহ, ফতেপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য মুসা সিদ্দিকী, ২নং ওয়ার্ড সদস্য আবদুল কাদের, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ মাসুদ রানা, ফতেপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো হাবিব উল্লাহ, মেখল ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সহ ফতেপুর ইউনিয়ন পরিষদ এর গ্রাম পুলিশবৃন্দসহ আরো অনেকেই ছিলো।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জয়নুল আবেদীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনা ‘অনাবাদি জমি আবাদ প্রকল্প’ বাস্তবায়নে ফতেপুর ইউনিয়নে ভবানীপুর মধুরঘোনায় প্রায় ৮৪ কানি জমির ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যাবৃন্দসহ অনেকেই।