নিজস্ব প্রতিবেদক:
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ মে) পৌরসদরস্থ হোটেল জামান হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি কে,এম মঞ্জুরুল হক জাহেদ এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, আরজেএফ’র উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এসএম জামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন-হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও হাটহাজারী অনলাইন প্রেসক্লাবে সভাপতি এবং দৈনিক হাটহাজারী নিউজ এর সম্পাদক আতাউর রহমান মিয়া, আরজেএফ হাটহাজারী উপজেলার সিনিয়র সহ:সভাপতি সাংবাদিক শ্যামল নাথ, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক হাটহাজারী নিউজ এর প্রকাশক ও বার্তা সম্পাদক মহিন উদ্দিন, অনলাইন প্রেসক্লাবে সদস্য দৈনিক খোলাকাগজ পত্রিকার প্রতিনিধি অরুন বৈষ্ণব এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা দেয়া রাষ্ট্রের কর্তব্য। সারাদেশে অব্যাহতভাবে সাংবাদিক নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানানো হয়।
বক্তারা আরও বলেন, তৃণমূল সাংবাদিকদের কাজের নিরাপত্তা ও সাংবাদিকদের কল্যানে আরজেএফ এর মতো সাংবাদিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।